শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের মিলনায়তনের রজনীগন্ধায় আজ বিকেলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪ উপলক্ষে শেরপুর জেলার রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার আইনশৃঙ্খলা বাহিনীর স্থানীয় কর্তৃপক্ষ ও নির্বাচন সংশ্লিষ্ট অন্যান্য সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় আলোচনা সভা অনুষ্টিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নির্বাচন কমিশনার মোঃ আলমগীর, সভাপতিত্ব করেন শেরপুর জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারমোঃ আব্দুল্লাহ আল খায়রুম।
মতবিনিময় সভার শেষে প্রধান অতিথি নির্বাচন কমিশনার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন -২০২৪ অবাধ ও সুষ্ঠ নিরপক্ষ হবে এবং এতে যদি আইনশৃঙ্খলা বাহিনীর অবনতি হয় তাহলে নির্বাচনে বাংলাদেশ সেনাবাহিনীও মাঠে কাজ করবে।
ভিসি/এমএড
আপনার মতামত লিখুন :