কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মাদকসহ দুই মাদক কারবারি কে গ্রেফতার করেছে থানা পুলিশ। সোমবার (০৪ ডিসেম্বর) আনুমানিক সন্ধ্যা ৬ টার সময় তাদেরকে নিজ বাড়ি থেকে আটক করা হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ভূরুঙ্গমারী থানার বিশেষ অভিযানের অংশ হিসাবে থানা পুলিশের একটি চৌকস টিম সোমবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে চর-ভূরুঙ্গামারী ইউনিয়নের মুছুল্লীপাড়া গ্রামের আব্দুল আজিজের বাড়ি থেকে একটি পুটলির ভেতর থাকা ২৫ পুড়িয়া গাঁজা সহ মোট ২ কেজি গাঁজা, ৪৩ পিছ ইয়াবা ও ২৬,২৪৩/- টাকা উদ্ধার সহ ২ জনকে আটক করে। পরে তাদেরকে ভূরুঙ্গামারী থানায় নিয়ে আসা হয়।
আটককৃত ব্যক্তিরা হলো, চর-ভূরুঙ্গামারী ইউনিয়নের মুছুল্লীপাড়া গ্রামের মৃত হযরত আলীর ছেলে আব্দুল আজিজ (৩৮) ও তার স্ত্রী শাহীনা বেগম (৩০)।
এ বিষয়ে ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ রুহুল আমিন বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে জেল হাজতে পাঠানো হবে। মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি। তিনি আরও বলেন, মাদক সংক্রান্ত সরকারের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।
ভিসি/এমএড
আপনার মতামত লিখুন :