সর্বশেষ :

বগুড়ায় স্টেশনের সামনে থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার


জাহিদ হাসান, বিশেষ প্রতিনিধি বগুড়া
ডিসেম্বর ৫, ২০২৩ । ৬:২০ অপরাহ্ণ
বগুড়ায় স্টেশনের সামনে থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
সংগৃহীত ছবি

বগুড়ায় স্টেশনের সামনে থেকে অজ্ঞাত একজন  ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

সিদ্দিক নামে এক পুলিশ কর্মকর্তার নিকট থেকে জানা যায়, মঙ্গলবার (০৫ ডিসেম্বর ২০২৩) সকাল আনুমানিক ১২ টা ১৫ মিনিট নাগাত তারা জানতে পারে তিন মাথা থেকে সাতমাথা রোডে বগুড়া স্টেশনের নিকট একটি অজ্ঞাতি ব্যক্তি মৃত্যুবরণ করেন। এরপর তারা ঘটনাস্থলে এসে জানতে পারেন গতকাল থেকে মৃত ব্যক্তি অসুস্থ ছিলেন, স্থানীয়রা তাকে ডাক্তারের নিকট নিয়ে যেতে চাইলে তিনি যান নাই। পরবর্তীতে তিনি আজ সকালবেলা মারা যান। ধারণা করা হচ্ছে অজ্ঞাত ব্যক্তির বাড়ি বগুড়া জেলা সারিয়াকান্দি থানার নিকট হতে পারে, এ বিষয়ে সারিয়াকান্দি থানায় অবহিত করা হয়েছে। লাস্টের সনাক্ত করার জন্য বগুড়ার পিবিআই টিম ফিঙ্গারপ্রিন্ট এর মাধ্যমে লাশটি সনাক্ত করার জন্য চেষ্টা চালাচ্ছে।

পুলিশের এই কর্মকর্তা আরো জানান, লাশটি শনাক্তকরণ না গেলে স্থানীয় কাউন্সিলর মাধ্যমে অজ্ঞাত নামা হিসেবে দাফন করা হবে।


ভিসি/এমকে


পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১