রংপুরের কাউনিয়ায় গত নভেম্বর মাসের ৫ তারিখে টেপামধুপুর যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে কারবালা মাঠে তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়। তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান বক্তা হিসেবে ছিলেন মাওলানা মোঃ আল আমিন ঢাকা। সেই কোরআন মাহফিলে হাজার হাজার মানুষের উপস্থিতি ছিলো।
তাফসিরুল কোরআন মাহফিল সম্পন্ন করার পর প্রায় লক্ষাধিক টাকা অতিরিক্ত হওয়ায় সেই টাকা স্থানীয় বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও গরীব অসহায়দের মাঝে দান করা উপলক্ষে ৪ই ডিসেম্বর বিকাল তিনটায় মধুপুর বাজারে মমতা টেলিকমের অফিসে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে বিতরণ করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা এবিএম আব্দুল করিম। এছাড়াও উপস্থিত ছিলেন যুব উন্নয়ন সংস্থার সভাপতি সফিকুল ইসলাম,সহ সভাপতি আব্দুল বাকী, আঃ ছালাম,অব সেনা সদস্য খালেক, সাধারণ সম্পাদক সফিউল ইসলাম মুকুল, উপজেলা রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, যুব উন্নয়ন সংস্থার সহ সম্পাদক মমিনুল ইসলাম মোমিন,বাদশা মিয়া,কেশিয়ার রবিউল ইসলাম, সদস্য মোঃ আনোয়ারুল ইসলাম রানা প্রমুখ।
ভিসি/এমএড
আপনার মতামত লিখুন :