যশোর সদর উপজেলার চাঁচড়া মধ্যপাড়া থেকে ২শ’ পিস ইয়াবাসহ মনি বেগম নামে একজন নারীকে আটক করেছে ডিবি পুলিশ। তিনি চাঁচড়া খামারপাড়ার বাসিন্দা।
ডিবি পুলিশ জানায়, রবিবার বেলা সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই বিপ্লব সরকার চাঁচড়া মধ্যপাড়ার চাঁচড়া-ভাতুড়িয়া সড়কের পাশে অভিযান চালান। এ সময় সেখান থেকে মনি বেগমকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ২শ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় কোতয়ালি থানায় মামলা হয়েছে।
আপনার মতামত লিখুন :