সর্বশেষ :

বাগেরহাটে দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৫ বছরে পদার্পণে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত


মিরাজুল শেখ, বাগেরহাট জেলা প্রতিনিধি
ডিসেম্বর ৪, ২০২৩ । ৬:০৩ অপরাহ্ণ
বাগেরহাটে দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৫ বছরে পদার্পণে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বাগেরহাটে বাংলাদেশের বহুল প্রচারিত পত্রিকা জাতীয় দৈনিক ভোরের চেতনার ২৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। গত বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকাল চার টার সময় খানজাহান আলী মাজার গেস্ট হাউজে আলোচনা সভা ও কেক কেটে এই প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। উক্ত অনুষ্ঠানের আয়োজন করেন দৈনিক ভোরের চেতনার জেলার সাংবাদিকবৃন্দ।

দৈনিক ভোরের চেতনা পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ মিরাজুল শেখ এর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৈনিক ভোরের চেতনা পত্রিকার নির্বাহী সম্পাদক ফকির রিয়াজুল কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৈনিক ভোরের কাগজের জেলা প্রতিনিধি ও বাগেরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলহাজ্ব তালুকদার আব্দুল বাকী ও খানজাহান আলী মাজারের প্রধান খাদেম ফকির হুমায়ুন কবির।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, দৈনিক ভোরের চেতনা পত্রিকার স্টাফ রিপোর্টার হায়াত উদ্দিন ও বাগেরহাট ক্রাইম রিপোর্টার মেহেদী হাসান, দৈনিক মাতৃজগত পত্রিকার খুলনা বিভাগীয় প্রতিনিধি মোঃ মিজানুর রহমান সাগর। দৈনিক আলোচিত কন্ঠ জেলা প্রতিনিধি মোঃ হুমায়ুন। দৈনিক গনকথার স্টাফ রিপোর্টার খালিদ হাসান। আইনজীবী ইমরান সিকদারসহ জেলার গন্য-মান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দৈনিক ভোরের চেতনা পত্রিকার বাগেরহাট ফটো সাংবাদিক ডেনিয়াল রাজকুমার ওরফে সবুজ শিকদার।

এসময় বস্তুনিষ্ঠা সংবাদ প্রকাশে দৈনিক ভোরের চেতনা পত্রিকার ভূমিকা তুলে ধরার পাশাপাশি দৈনিক ভোরের চেতনা পত্রিকার উত্তরোত্তর সাফল্য কামনা করেন সাংবাদিকরা।


ভিসি/এমএড


পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১