সর্বশেষ :

ঋণখেলাপী থাকায় সাতক্ষীরায় মুক্তিজোট প্রার্থীর মনোনয়ন বাতিল


বরুণ ব্যানার্জী, খুলনা ব্যুরো চীফ
প্রকাশের সময় : ডিসেম্বর ৩, ২০২৩ । ৫:৩১ অপরাহ্ণ
ঋণখেলাপী থাকায় সাতক্ষীরায় মুক্তিজোট প্রার্থীর মনোনয়ন বাতিল

সাতক্ষীরা-১ ও ২ আসনে ২৩ জনের মনোনয়ন পত্র যাচাই বাছাই অনুষ্ঠিত হয়েছে। ঋণ খেলাপী থাকায় বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী আব্দুল আজিজের মনোনয়ন বাতিল ও ট্যাক্স রিটার্ন কাগজ দাখিল না করায় দুই প্রার্থীর মনোনয়ন স্থগিত করেছেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ হুমায়ূন কবির।

স্থগিত হওয়া প্রার্থীরা হলেন, সাতক্ষীরা ১ আসনের বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী শেখ মো. আলমগীর ও সাতক্ষীরা-২ আসনে তৃণমূল বিএনপির মোস্তফা ফারহান মেহেদী।

উল্লেখ্য, সাতক্ষীরা-১ আসন থেকে আ.লীগ, জাতীয় পার্টিসহ অন্যান্য দলের ১২জন ও ২ আসন থেকে ১১ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। এর মধ্যে মনোনয়ন বাতিল হওয়ায় ছিটকে পড়েছেন একজন। বাকি দুই জন নির্ধারিত সময়ে প্রয়োজনীয় কাগজ দাখিলের শর্তে মনোনয়নটি সাময়িক স্থগিত রয়েছে। আগামীকাল সাতক্ষীরা-৩ ও ৪ আসনের মনোনয়ন যাচাই বাছাই অনুষ্ঠিত হবে।


ভিসি/এমএড


পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বু বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১