সর্বশেষ :

বলিউড ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিলেন অভিনেত্রী ইলিয়ানা


অনলাইন ডেস্ক
ডিসেম্বর ২, ২০২৩ । ১১:৫১ পূর্বাহ্ণ
বলিউড ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিলেন অভিনেত্রী ইলিয়ানা
সংগৃহীত ছবি

চলতি বছর ১ অগস্ট পুত্রসন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী। এ বার বলিউডের পাট চুকিয়ে কোথায় চলে যাচ্ছেন ইলিয়ানা?

 

‘বরফি’ ছবির মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ অভিনেত্রী ইলিয়ানা ডি’ক্রুজের। তার পর বহু ছবি করেছেন তিনি। অজয় দেবগন, অক্ষয় কুমারের মতো অভিনেতাদের বিপরীতে কাজ করেছেন তিনি। তবে ‘রেড’ ছবির পর থেকে বেশ খানিকটা দূরত্ব বজায় রাখতে শুরু করেন বলিউডের সঙ্গে। এ বার পাকাপাকি ভাবে অভিনয় ছাড়ার সিদ্ধান্ত নিলেন অভিনেত্রী।

 

চলতি বছর ১ অগস্ট পুত্রসন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী। ছেলের নাম রেখেছেন কোয়া ফিনিক্স ডোলান। অন্তঃসত্ত্বা অবস্থায় গর্ভস্থ সন্তানের পিতৃপরিচয় গোপন রেখেছিলেন ইলিয়ানা। অনেকেই ভেবেছিলেন, সিঙ্গল মাদার হিসেবে সন্তানকে বড় করবেন। তবে ছেলে ভূমিষ্ঠ হওয়ার পরই পরিষ্কার করেন সবটা। অন্তঃসত্ত্বা হওয়ার খবর ঘোষণা করার দু’সপ্তাহ আগেই বিয়ে সারেন অভিনেত্রী। যদিও গোটাটাই ঘটেছিল খুব চুপিসাড়ে। তাঁর স্বামীর নাম মাইকেল ডোলান।

 

কোথায় হয়েছে তাঁদের বিয়ে, কী করেন অভিনেত্রীর স্বামী— এখনই সব কিছু প্রকাশ্যে আনতে নারাজ ইলিয়ানা। এর মধ্যেই বড় সিদ্ধান্ত নিলেন অভিনেত্রী। বলিউডের পাট চুকিয়ে ছেলে ও স্বামীর সঙ্গে আমেরিকা চলে যাচ্ছেন ইলিয়ানা।

 

ঘনিষ্ঠ সূত্রের খবর, অভিনয় নয়, বরং নিজের পারিবারের সঙ্গেই সময় কাটাতে চাইছেন তিনি। সেই কারণেই এমন সিদ্ধান্ত নিয়েছেন ইলিয়ানা। যদিও এই বিষয়ে অভিনেত্রীর তরফে এখনও কোনও ঘোষণা করা হয়নি।

 

আপঅ


ভিসি/এমকে


পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১