আবারও রবীন্দ্র সংগীত গাইলেন চিত্রনায়িকা সুবাহ


বিনোদন প্রতিবেদক
ডিসেম্বর ২, ২০২৩ । ৬:১২ অপরাহ্ণ
আবারও রবীন্দ্র সংগীত গাইলেন চিত্রনায়িকা সুবাহ
সংগৃহীত ছবি

গায়িকা ও চিত্রনায়িকা হুমায়রা সুবাহ আবারও রবীন্দ্র সংগীত গাইলেন। এবারের গানের শিরোনাম – তোমার খোলা হাওয়া। নতুন করে গাওয়া হুমায়রা সুবাহ’র এই রবীন্দ্র সংগীতটির নতুন করে সংগীত পরিচালনা করেছেন লেনিন। গানের মিউজিক ভিডিও পরিচালনা করেছেন এসকে সোহাগ।

সুবাহ জানান, এর আগেও বেশ কয়েকটি গান নিজের কন্ঠে গেয়েছেন তিনি। এগুলো তিনি  নিজের চ্যানেল হুমায়রা সুবাহ ক্রিয়েশন থেকে প্রকাশ করেছেন। তার গাওয়া তার প্রথম মৌলিক গান ‘চল মেলায় যাইরে’ সঙ্গীতা থেকে ২০১৯ সালে প্রকাশিত হয়।

অন্যদিকে চিত্রনায়িকা হিসেবে এই গ্ল্যামার গার্ল ‘বসন্ত বিকেল’ ছবির নায়িকা চরিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন সুবাহ। তার অভিনীত আরও কয়েকটি ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে। এছাড়াও কয়েকটি একক নাটকের অভিনয় করেছেন তিনি। সুবহার একক উল্লেখযোগ্য নাটক হচ্ছে ‘ওল্ড ইজ গোল্ড’। এই নাটকে তিনি জাহিদ হাসানের বিপরীতে।


ভিসি/এমকে


পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১