আজ ৩০ নভেম্বর সকাল থেকে রাজশাহীর রিটানিং অফিসার ও সহকারী রিটানিং অফিসারের কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র দাখিল করেন প্রার্থীরা। বেলা ১১ টা দিকে রিটার্নং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন রাজশাহী -৩ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, পুঠিয়া সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন রাজশাহী-৫ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল ওয়াদুদ দারা।
দুপুরের পর জেলা রিটার্নিং অফিসারের নিকট মনোনয়ন দাখিল করেছেন রাজশাহী-১ আসনের নৌকার প্রার্থী সাবেক মন্ত্রী ওমর ফারুক চৌধুরী এমপি, একই আসনের স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা আখতারুজ্জামান আখতার, রাজশাহী-২ সদর আসন থেকে স্বতন্ত্র প্রার্থী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ শাফিকুর রহমান বাদশা, আবু রায়হান মাসুদ। রাজশাহী-২ আসন থেকে জাতীয় পার্টির প্রার্থী সাইফুল ইসলাম স্বপন, রাজশাহী-২ আসনে জাসদের প্রার্থী আব্দুল্লাহ আল মাসুদ শিবলী।
অপর দিকে বাগমারায় সরকারি রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে বর্তমান এমপি এনামুল হক।
রাজশাহী ৬ টি আসনের জন্য আওয়ামী লীগ, ওয়ার্কার্স পার্টি, জাসদ, জাতীয় পার্টি ও বি এন এম সহ স্বতন্ত্র মোট ৫৫ জন মনোনয়নপত্র উত্তোলন করেন। এখন বিএনপি জামায়াত সহ আন্দোলনরত বিরোধী দলের নেতাকর্মীদের মনোনয়নপত্র উত্তোলন বা জমা দেওয়ার কোন তথ্য পাওয়া যায়নি।
আপনার মতামত লিখুন :