সর্বশেষ :

রাজশাহীতে উৎসব মুখর পরিবেশে মনোনয়ন জমা


রেজাউল করিম, বিশেষ প্রতিনিধি
প্রকাশের সময় : নভেম্বর ৩০, ২০২৩ । ৫:৩৪ অপরাহ্ণ
রাজশাহীতে উৎসব মুখর পরিবেশে মনোনয়ন জমা

আজ ৩০ নভেম্বর সকাল থেকে রাজশাহীর রিটানিং অফিসার ও সহকারী রিটানিং অফিসারের কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র দাখিল করেন প্রার্থীরা। বেলা ১১ টা দিকে রিটার্নং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন রাজশাহী -৩ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, পুঠিয়া সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন রাজশাহী-৫ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী  জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল ওয়াদুদ দারা।

দুপুরের পর জেলা রিটার্নিং অফিসারের নিকট মনোনয়ন দাখিল করেছেন রাজশাহী-১ আসনের নৌকার প্রার্থী সাবেক মন্ত্রী ওমর ফারুক চৌধুরী এমপি, একই আসনের স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা আখতারুজ্জামান আখতার,  রাজশাহী-২ সদর আসন থেকে স্বতন্ত্র প্রার্থী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ শাফিকুর রহমান বাদশা, আবু রায়হান মাসুদ।  রাজশাহী-২ আসন থেকে জাতীয় পার্টির প্রার্থী সাইফুল ইসলাম স্বপন, রাজশাহী-২ আসনে জাসদের প্রার্থী আব্দুল্লাহ আল মাসুদ শিবলী।

অপর দিকে বাগমারায় সরকারি রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে বর্তমান এমপি এনামুল হক।

রাজশাহী ৬ টি আসনের জন্য আওয়ামী লীগ, ওয়ার্কার্স পার্টি, জাসদ, জাতীয় পার্টি ও বি এন এম সহ স্বতন্ত্র মোট ৫৫ জন মনোনয়নপত্র উত্তোলন করেন। এখন বিএনপি জামায়াত সহ আন্দোলনরত বিরোধী দলের নেতাকর্মীদের মনোনয়নপত্র উত্তোলন বা জমা দেওয়ার কোন তথ্য পাওয়া যায়নি।

পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বু বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০