সর্বশেষ :

ময়মনসিংহে বালুবাহী ট্রাক চাপায় স্কুল শিক্ষক সহ নিহত ২


আজহারুল ইসলাম, ব্যুরোচীফ ময়মনসিংহ
নভেম্বর ৩০, ২০২৩ । ৭:১০ অপরাহ্ণ
ময়মনসিংহে বালুবাহী ট্রাক চাপায় স্কুল শিক্ষক সহ নিহত ২
সংগৃহীত ছবি

ময়মনসিংহ ঈশ্বরগঞ্জে বালুবাহী ট্রাকচাপায় স্কুল শিক্ষক সহ ২ জন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কে ঈশ্বরগঞ্জের দত্তপাগা ফায়ার লসার্ভিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- দত্তপাড়া গ্রামের দুলাল গৌড়ের ছেলে ধনতি গৌড় (৬০) ও নওপাড়া গ্রামের মফিজ উদ্দিনের ছেলে আবদুস সাত্তার (৬২)। আবদুস সাত্তার পস্তারি উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ জানায়, আজ সকালে ময়মনসিংহ থেকে একটি বালুবাহী ট্রাক কিশোরগঞ্জের দিকে যাচ্ছিল। ঈশ্বরগঞ্জ পৌরসভাধীন দত্তপাড়া ফায়ার সার্ভিস স্টেশনের সামনে ট্রাকটি দুই পথচারীকে ধাক্কা দেয়। এতে তারা সড়কেরে ওপর ছিটকে পড়েন। ঘটনাস্থলেই একজন ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে অপরজন মারা যান।

ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি মুহাম্মদ মাজেদুর রহমান বলেন, ট্রাকের ধাক্কায় দুই জন নিহত হয়েছেন। ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে ট্রাক চালক পালিয়ে গেছেন।


ভিসি/এমকে


পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০