আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-১ (ফকিরহাট-মোল্লাহাট-চিতলমারী) আসনে বর্তমান সংসদ সদস্য ও বাগেরহাট জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য শেখ হেলাল উদ্দীন দলীয় মনোনয়ন পেয়েছেন। বুধবার (২৯ নভেম্বর) দুপুর ১টায় তাঁর মনোনয়নপত্র জমা দিলেন বাগেরহাটের ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ।
দলীয় সূত্রে জানা যায়, সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজিয়া সিদ্দিকা সেতুর নিকট স্বপন দাশ ১০ সদস্যের একটি প্রতিনিধি দল নিয়ে মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়ন দাখিল শেষে উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশ বলেন, আমাদের প্রিয় নেতা শেখ হেলাল উদ্দীনের মনোনয়ন দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সাথে নিয়ে দাখিল করেছি। এখানে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। আগামী ৭ জানুয়ারিতে ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে কেন্দ্রে এসে ভোট দেয় সেই জন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।
উল্লেখ্য, সংসদীয় আসন-৯৫ তথা বাগেরহাট-১ (ফকিরহাট-মোল্লাহাট-চিতলমারী) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বাগেরহাট জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য শেখ হেলাল উদ্দীন এমপি। এছাড়া জাপা ও জাকের পার্টির প্রার্থী রয়েছে বলে জানা গেছে।
এসময় উপজেলা নির্বাচন কর্মকর্তা এটিএম শামীম মাহমুদ সহ অন্যরা উপস্থিত ছিলেন।
ভিসি/এমকে
আপনার মতামত লিখুন :