সর্বশেষ :

নোয়াখালী-১ আসনে আ.লীগের মনোনীত প্রার্থী ইব্রাহীমের মনোনয়নপত্র দাখিল


গোলাম সারোয়ার, স্টাফ রিপোর্টার
নভেম্বর ২৯, ২০২৩ । ৬:২২ অপরাহ্ণ
নোয়াখালী-১ আসনে আ.লীগের মনোনীত প্রার্থী ইব্রাহীমের মনোনয়নপত্র দাখিল

আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে পঞ্চম বারের মতো আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন, নোয়াখালী-১ আসনের বর্তমান জাতীয় সংসদ সদস্য এইচএম ইব্রাহিম। বুধবার (২৯ নভেম্বর) দুপুর বারোটায় নির্বাচনের বিধিমালা অনুসরণ করে এইচ এম ইব্রাহিম, চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার ইমরানুল হক ভূঁইয়ার কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজমুল হুদা শাকিল, চাটখিল পৌরসভার মেয়র নিজাম উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলী তাহের ইভু, উপজেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ সভাপতি ও হাটপুকুরিয়া ঘাটলাবাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম বাকী বিল্লাহ, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক পাঁচগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মাহমুদ হোসেন তরুন, চাটখিল উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম, চাটখিল পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি বজলুর রহমান লিটন (ভিপি লিটন) প্রমুখ নেতৃবৃন্দ ।

মনোনয়নপত্র দাখিলের সময় অন্যান্য মধ্যে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক বৃন্দ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন ও চাটখিল পৌরসভার কাউন্সিলরবৃন্দ সহ উপজেলা ও ইউনিয়নের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃত্ব স্থানীয় ব্যক্তিবর্গ।


ভিসি/এমএড


পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০