জয়পুরহাটে নানা আয়োজনের মধ্য দিয়ে দেশের বহুল প্রচারিত জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৫ বছরে পদার্পণে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। কেক কেটে এর উদ্বোধন করেন প্রধাণ অতিথি জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির।
এ উপলক্ষে জয়পুরহাট মডেল প্রেসক্লাবে আয়োজিত আলোচনা সভায় দৈনিক কাগজ পত্রিকার জেলা প্রতিনিধি আবু রায়হান এর সঞ্চালনায় ও দৈনিক ভোরের চেতনা পত্রিকার জেলা প্রতিনিধি জাহিদুল ইসলাম জাহিদ এর সভাপতিত্বে বক্তৃতা করেন, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির, জয়পুরহাট জেলা প্রেসক্লাবের সভাপতি এবং চ্যানেল আই ও দৈনিক খবরের কাগজ পত্রিকার জেলা প্রতিনিধি শফিউল বারী রাসেল, প্রেসক্লাব জয়পুরহাট এর সাধারণ সম্পাদক ও দেশ টিভির জেলা প্রতিনিধি রেজাউল করিম রেজা, জয়পুরহাট সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি ও এসএ টিভির জেলা প্রতিনিধি সোহেল আহমেদ লিও, জয়পুরহাট মডেল প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও গ্লোবাল টেলিভিশনের জেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলম খান, সাধারণ সম্পাদক ও মাই টিভির জেলা প্রতিনিধি বিপুল কুমার সরকারসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
এ সময় আগত সকল অতিথিরা দৈনিক ভোরের চেতনা পত্রিকার উত্তরোত্তর সফলতা কামনা করেন।
ভিসি/এমকে
আপনার মতামত লিখুন :