চিতলমারীতে রাতের আঁধারে ৪টি গরু চুরি, আতঙ্কে এলাকাবাসী


মিরাজুল শেখ, বাগেরহাট জেলা প্রতিনিধি
প্রকাশের সময় : নভেম্বর ২৯, ২০২৩ । ১:২৪ অপরাহ্ণ
চিতলমারীতে রাতের আঁধারে ৪টি গরু চুরি, আতঙ্কে এলাকাবাসী
প্রতীকী ছবি

বাগেরহাটের চিতলমারীতে রাতের আঁধারে চারটি গরু চুরির ঘটনা ঘটেছে। যার বাজার মূল্য প্রায় সাড়ে পাঁচ লাক্ষ টাকা বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্থ কৃষক মোঃ কালাম শেখ। বুধবার (২৯ নভেম্বর) রাতে উপজেলার বড়বাড়িয়া ইউনিয়নের পোদ্দারপাড়া গ্রামের এক কৃষকের ৪টি গরু চুরি করে নিয়েছে দুর্বৃত্তরা।

ক্ষতিগ্রস্ত কৃষক মোঃ কালাম শেখ বলেন,প্রতিদিনের মতো রাতে ঘুমাতে যাওয়ার আগে গরুগুলোকে গোয়াল ঘরে বেঁধে রেখে যাই।আমার ছেলে রাত তিনটার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে সে সময়েও গরু গোয়াল ঘরে ছিল।সকালে গরু গুলোকে খাবার দিতে গিয়ে দেখি গোয়ালে গরু নেই।এর পরে ডাক চিৎকারে এলাকার লোকজন বাড়িতে আসে এবং বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও গরু গুলোর কোন খোঁজ পাইনি।

কান্না জড়িত কন্ঠে মোঃ কালাম শেখ বলেন `আমি এখন নিঃস্ব হয়ে গেছি। আমার গরু গুলোই সম্ভব ছিল।’

এলাকাবাসী বলেন, শীতকাল আসলেই বেড়ে যায় গরু চুরির ঘটনা। রাত হলেই গ্রামে গরু চোরদের রাজত্ব চলে। আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারির দাবি জানান তারা।

বড়বাড়িয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড ইউপি সদস্য অপূর্ব কুমার চৌধুরী বলেন, শীত আসতে না আসতেই শুরু হয়ে গেছে গরু চুরির ঘটনা, এখন গ্রামের কৃষকরা তাদের গৃহপালিত পশু চুরি ঠেকাতে রাত জেগে পাহারা দেন। পাহারা দেওয়ার মাঝেও আজ রাতে পোদ্দারপাড়া এলাকায় এক কৃষকের চারটি গরু চুরি হয়ে গেছে।

চিতলমারী থানার অফিসার ইনচার্জ এ এইচ এম কামরুজ্জামান খান গরু চুরির ঘটনা নিশ্চিত করে  বলেন,বিষয়টি আমরা শুনেছি, পুলিশের পক্ষ থেকে খোঁজখবর নেওয়া হচ্ছে। এ বিষয়টি নিয়ে আমরা কাজ করছি।

পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বু বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০