কুষ্টিয়ার বাইপাসে সড়ক দুর্ঘটনায় ব্রাক বিশ্ববিদ্যালয় ইমন নামের এক ছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার (২৯ নভেম্বর) সকাল সাড়ে ৯টার সময় কুষ্টিয়া পাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইমন কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার দিঘল কান্দি গ্রামের মানিক মন্ডলের ছেলে।
জানা যায়, ইমন মোটরসাইকেল যোগে আসার সময় একটি ইঞ্জিন চালিত ট্রলির সাথে সংঘর্ষ হয়। এতে ছিটকে পড়ে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়ে ইমন গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে আশংকাজনক অবস্থায় কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। এদিকে ইমনের মৃত্যুতে পরিবার সহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আপনার মতামত লিখুন :