সর্বশেষ :

সিরাজগঞ্জ-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন কৃষিবিদ সুইট


রাম চন্দ্র সরকার, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি
নভেম্বর ২৮, ২০২৩ । ৯:৩০ অপরাহ্ণ
সিরাজগঞ্জ-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন কৃষিবিদ সুইট

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ৩ (রায়গঞ্জ-তাড়াশ-সলঙ্গা) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করবেন আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত কেন্দ্রীয় কৃষক লীগের সহ-সভাপতি কৃষিবিদ সাখাওয়াত হোসেন সুইট। নির্বাচনে অংশ নিতে মঙ্গলবার সকায় ১১টার দিকে উপজেলা নির্বাচন অফিস থেকে তার পক্ষে মনোনয়ন পত্র ক্রয় করেছেন রায়গঞ্জ ও তাড়াশ উপজেলা কৃষকলীগের নেতাকর্মী বৃন্দ।

কৃষিবিদ সাখাওয়াত হোসেন সুইট কেন্দ্রীয় কৃষকলীগের সহ-সভাপতি, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্য্যকরী কমিটির সদস্য ও রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্য্যকরী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি দীর্ঘদিন ধরে এই আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চেয়ে আসছেন। এবারো তিনি আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চেয়েছিলেন।

কৃষিবিদ সাখাওয়াত হোসেন সুইট বলেন, রায়গঞ্জ ও তাড়াশ উপজেলা আওয়ামী লীগের অঙ্গ সহযোগি সংগঠনের নেতাকর্মীরা আমার বাসায় ভিড় করছেন। তারা আমাকে নির্বাচন করতে বলেছেন। যেহেতু নেত্রী বলে দিয়েছেন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করা যাবে। নির্বাচন করলে দলের কোনো বাধা নেই, তাই আমি নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি।

রায়গঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তৃপ্তি কণা মন্ডল মনোনয়ন ফরম উত্তোলনের সত্যতা নিশ্চিত করে বলেন, কৃষিবিদ সাখাওয়াত হোসেন সুইট ছাড়াও এই আসন থেকে আজকের দিন পর্যন্ত ৭ জন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র ক্রয় করেছেন।


ভিসি/এমএড


পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০