সর্বশেষ :

বিশাল মোটর শোভাযাত্রা নিয়ে শহরে প্রবেশ করলেন শেরপুর-১ আসনের নৌকার প্রার্থী আতিক


গিয়াস উদ্দিন রাসেল, শেরপুর (সদর) প্রতিনিধি
নভেম্বর ২৮, ২০২৩ । ৬:২৬ অপরাহ্ণ
বিশাল মোটর শোভাযাত্রা নিয়ে শহরে প্রবেশ করলেন শেরপুর-১ আসনের নৌকার প্রার্থী আতিক
সংগৃহীত ছবি

জাতীয় সংসদের বর্তমান সরকার দলীয় হুইপ আতিউর রহমান আতিক ৬ষ্টবারের মতো দলীয় মনোনয়ন পেয়েছেন। তিনি দলীয় মনোনয়ন পাওয়ায় তার কর্মী সমর্থকদে মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ।

হুইপ আতিউর রহমান আতিক মনোনয়ন পাওয়ার পর আজ দুপুরে শেরপুর জেলা শহরে প্রথমবরের মতো প্রবেশ করেন। তাকে ঢোলডগ্গর বাজিয়ে হাজারো মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে ফুলেল শুভেচছা জানান তৃনমুলের নেতাকর্মী ও জনগন।

বিশাল শোভাযাত্রা নিয়ে জেলা শহরে প্রবেশ করেন হুইপ আতিক। পরে শেরপুর শহীদ দারোগালি পৌর পার্ক মাঠে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক।

তিনি এসময় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, শেরপুর সদর উপজেলার অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করাই হচ্ছে আমার প্রধান কাজ।

এছাড়াও এসময় সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি এডভোকেট চন্দন কুমার পাল, শেরপুর শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হাসান উৎপলসহ আরো অনেকে।


ভিসি/এমকে


পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০