খুলনার পাইকগাছা উপজেলায় ওয়াটার এইড ও নবলোকের আয়োজনে নিরাপদ পানি, স্যানিটেশন ও হাইজিন (ওয়াশ) সম্পর্কিত বেইজলাইন গবেষণা বিষয়ে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ নভেম্বর) পাইকগাছা লোনাপানি কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন। সভাপতিত্ব করেন, নবলোক এর নির্বাহী পরিচালক কাজী রাজিব ইকবাল।
এসময়ে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু ও প্যানেল মেয়র শেখ মাহবুবুর রহমান রনজু ও উপজেলা ভাইস চেয়ারম্যান শিহাবুদ্দিন ফিরোজ বুলু। উপস্থিত ছিলেন ওয়াটার এইড বাংলাদেশের প্রোগ্রাম ও পলিসি অ্যাডভোকেসি পরিচালক পার্থ হেফাজ সেখ এবং উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,ইউনিয়ন চেয়ারম্যান ইউপি সচিব সহ পৌর কাউন্সিলর বৃন্দ।
আয়োজিত কর্মশালায় অবহতিকরন এ কর্মশালায় প্রধান অতিথি,বিশেষ অতিথিগণ উপজেলার নিরাপদ পানি, স্যানিটেশন ও হাইজিন (ওয়াশ) সম্পর্কিত সার্বিক পরিস্থিতির তথ্য ও উপাত্ত সংগ্রহ সহ মুল্যবান পরামর্শ, প্রয়োজনীয় দিকনির্দেশনা আলোকে পরবর্তী পরিকল্পনা তুলে ধরেছেন।
ভিসি/এমএড
আপনার মতামত লিখুন :