সর্বশেষ :

ছাতকে মিজানুর রহমান চৌধুরী সহ বিএনপি-জামাতের ৩০ জনের বিরুদ্ধে মামলা


ফজল উদ্দিন, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি
নভেম্বর ২৮, ২০২৩ । ১০:৩৩ অপরাহ্ণ
ছাতকে মিজানুর রহমান চৌধুরী সহ বিএনপি-জামাতের ৩০ জনের বিরুদ্ধে মামলা
প্রতীকী ছবি

সুনামগঞ্জের ছাতকে বিএনপি-জামাত,যুবদল ও ছাত্রদলের ৩০ জন নেতা কর্মীর নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা ৮০-৮৫ জন নেতাকর্মীর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। গত ২৭ নভেম্বর দুপুরে ছাতক শহরের কোর্ট রোড়ের প্রবেশ মুখে অবরোধের সমর্থনে সরকারি-বেসরকারি সম্পদ নষ্ট ও ক্ষতি সাধনের উদ্দেশ্যে টায়ার পুড়িয়ে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করায় The Special Power Act.1974 এর 15(3) 25 D ধারায় থানায় এ মামলাটি দায়ের করেছেন এস আই মোঃ ইমরান তালুকদার। থানার মামলা নং ১৯/২৮৮ তাং ২৮.১১. ২৩ ইং। এ মামলায় ইসলাম পুর ইউনিয়নের চেয়ারম্যান এড. সুফি আলম সোহেলকে গ্রেফতার দেখানো হয়েছে।

মামলায় প্রধান আসামি করা হয়েছে, বিএনপির কেন্দ্রিয় সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরীকে।

মামলার নামাংকিত অন্যান্য আসামিরা হলেন, কালারুকা ইউনিয়নের মুক্তিরগাঁও গ্রামের হাবিবুর রহমান, মুক্তিরগাঁও গ্রামের বাসিন্দা, সাবেক চেয়ারম্যান নজরুল হক, পৌর সভার তাতিকোনা গ্রামের শাকিব মাহমুদ তালুকদার, বাগবাড়ি গ্রামের সালমান আহমদ, ফকির টিলা গ্রামের সামসুর রহমান বাবুল, কালারুকা ইউনিয়নের জামুরাইল গ্রামের মাসুক মিয়া, তালুকপাড়া গ্রামের মানিক মিয়া,হাসনাবাদ গ্রামের মিজানুর রহমান আমরু, রামপুর মাঝপাড়া গ্রামের সাজ্জাদুর রহমান, নোয়ারাই ইউনিয়নের পাটিবাগ গ্রামের কামাল উদ্দিন, দোলারবাজার ইউনিয়নের বুরাইয়া গ্রামের হুমায়ুন,দক্ষিণ খুরমা ইউনিয়নের দড়ারপার গ্রামের রাকিব আল মামুন, জাউয়াবাজার ইউনিয়নের খারাই গ্রামের আনোয়ার হোসেন, জাউয়া গ্রামের আবিদুর রহমান, মোগলগাঁও গ্রামের আবু সুফিয়ান, ছৈলা আফজলাবাদ ইউনিয়নের শিব নগর গ্রামের সাজ্জাদ আলী সাজু, বড়চাল গ্রামের সৈয়দ আহমদ কবির, বানারশী গ্রামের আব্দুল জলিল, ছৈলা মালিকান্দি গ্রামের শামীম আলম নোমান, গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়নের সিংগুয়া গ্রামের আতাউল মগনী, বিলপার গ্রামের বিল্লাল মিয়া, বেরাজ পুর গ্রামের ইমন আহমদ ইনাম, তকিপুর গ্রামের সজিব আহমেদ রাজন, ফয়সাল আহমদ সুমন, গোবিন্দনগর গ্রামের লায়েক চৌধুরী, এনাম উদ্দিন, সিংচাপইড় ইউনিয়নের কালিপুর গ্রামের গাজী মিল্টন ও এজাহারে মঞ্জুরুল ইসলাম নামের আরো এক ব্যাক্তি রয়েছেন।


ভিসি/এমকে


পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০