চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ফুলে ফুলে সুশোভিত হলেন ভূমিমন্ত্রী আলহাজ্ব সাইফুজ্জামান চৌধুরী জাবেদএমপি। দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নমিনেশন বোর্ডে দলীয় মনোনয়ন পাওয়ার পর মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম বিমানবন্দরে পৌঁছলে নেতা কর্মীরা ফুলে ফুলে ভূমিমন্ত্রী কে সম্বর্ধিত করেছে। ভূমিমন্ত্রী হাত নেড়ে নেতাকর্মীদেরকে অভিবাদন জানান। এ সময় বিমানবন্দরে এক অভূতপূর্বের দৃশ্যের অবতারণা হয়। নেতাকর্মীদের মহু মহু স্লোগান বিমানবন্দর এলাকা মুখরিত হয়।
আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে নমিনেশন বোর্ডের তালিকায় ভূমিমন্ত্রীর মনোনয়নের খবর প্রকাশিত হলে চট্টগ্রাম ১৩ আসনের নির্বাচনী এলাকায় নেতাকর্মীদের মাঝে আনন্দের বন্যা বয়ে যায়। দলীয় মনোনয়নে মনোনীত হওয়ার পর মঙ্গলবার ভূমিমন্ত্রী আলহাজ্ব সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ঢাকা বিমানবন্দর থেকে বিমানযোগে বিকেল চারটায় চট্টগ্রাম বিমানবন্দরে পৌঁছেন। ভূমিমন্ত্রীর আসার খবর পেয়ে আগেভাগে আনোয়ারা ও কর্ণফুলী উপজেলার কয়েক হাজার নেতাকর্মীরা চট্টগ্রাম বিমানবন্দরে জড়ো হয়। চট্টগ্রাম বিমানবন্দরে ফুলে ফুলে ভূমিমন্ত্রীকে নেতাকর্মীরা স্বাগত ও অভিনন্দন জানান। ভূমিমন্ত্রী হাত নেড়ে অভিবাদন জানিয়ে নেতাকর্মীদের সাথে কৌশল বিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব তৌহিদুল হক চৌধুরী, আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম এ মান্নান চৌধুরী, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী, কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান ফারুক চৌধুরী, সাধারণ সম্পাদক সোলায়মান তালুকদার, ভুমি মন্ত্রীর একান্ত সহকারী সচিব রিদোয়ানুল করিম চৌধুরী সায়েম সহ আনোয়ারা কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
ভূমিমন্ত্রী বুধবার নির্বাচন কমিশন কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করবেন বলে কথা রয়েছে।
ভিসি/এমকে
আপনার মতামত লিখুন :