মৌলভীবাজার পুলিশ সুপার সদর সার্কেল অফিস পরিদর্শন ও গাছের চারা রোপণ করেন। সোমবার (২৭ নভেম্বর) সকাল ১১.০০ ঘটিকায় মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোঃ মনজুর রহমান পিপিএম (বার) মহোদয় সদর সার্কেল অফিস পরিদর্শন করেন।
সকালে পুলিশ সুপার সদর সার্কেল অফিসে পৌঁছালে মৌলভীবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আজমল হোসেন তাঁকে ফুল দিয়ে স্বাগত জানান। পরে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আজমল হোসেনের নেতৃত্বে জেলা পুলিশের একটি চৌকস দল সম্মানিত পুলিশ সুপার মহোদয়কে গার্ড গব অনার প্রদান করেন।
সালামি গ্রহণ শেষে পুলিশ সুপার সদর সার্কেল অফিস ঘুরে দেখেন এবং সদর সার্কেল অফিস প্রাঙ্গনে একটি গাছ রোপণ করেন। এরপর মাননীয় পুলিশ সুপার অফিসের বিভিন্ন দাপ্তরিক নথিপত্র পর্যালোচনা করেন ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহসিন, মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী প্রমুখ।
আপনার মতামত লিখুন :