সর্বশেষ :

ময়মনসিংহ-১১ আসনে নৌকার মাঝি আলহাজ্ব কাজিম উদ্দিন আহমেদ


আজহারুল ইসলাম, ব্যুরোচীফ ময়মনসিংহ
প্রকাশের সময় : নভেম্বর ২৭, ২০২৩ । ১২:০৬ অপরাহ্ণ
ময়মনসিংহ-১১ আসনে নৌকার মাঝি আলহাজ্ব কাজিম উদ্দিন আহমেদ

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে মনোনয়ন নিশ্চিত করেছেন বাংলাদেশ আওয়ামীলীগ। রবিবার (বিকালে) মনোনয়ন নিশ্চিত করে সংবাদ সম্মেলন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে ২২ জন মনোনয়ন প্রত্যাশীর মধ্যে কাজিম উদ্দিন আহমেদ ধনু দ্বিতীয়বারের মতো (নৌকা) প্রতীক পেয়েছেন।

নৌকা প্রতীক পাওয়ার পরপরই উপজেলা ছাত্রলীগ এর সাবেক যুগ্ন-সাধারণ সম্পাদক শামীম আহমেদ এর পক্ষে যুগ্ন-সাধারন সম্পাদক রাকিবুল হাসান সানমুন এর নেত্বত্বে আনন্দ মিছিল করে উপজেলা ছাত্রলীগ। এসময় পাঁচরাস্তা মোড় থেকে শুরু করে ভালুকা বাসস্ট্যান্ড এলাকা প্রদক্ষিন করে বর্তা এলাকায়  মিছিলটি শেষ হয়। আনন্দ মিছিলে নেতাকর্মীদের সাথে সাধারণ জনতার অংশগ্রহণে উপজেলায় উৎসবমূখর পরিবেশ সৃষ্টি হয়।

এসময় উপজেলা যুগ্ন-সাধারণ সম্পাদক রাকিবুল হাসান সানমুন বলেন,কাজিম উদ্দিন আহমেদ ধনু ভাইকে নৌকার মনোনয়ন পাওয়ায় আমরা বেশ আনন্দিত। এখন নৌকার বিজয় সুনিশ্চিত করতে আমরা ঐক্যবন্ধভাবে কাজ করে যাবো।

পৌর ছাত্রলীগ সহ-সভাপতি মো,মিজানুর রহমান বলেন, নৌকার প্রার্থী মানেই শেখ হাসিনা; নৌকার বিজয় মানে শেখ হাসিনার বিজয়। তাই নৌকাকে বিজয়ী করতে আমরা সকলেই ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাবো।

৭নং ওয়ার্ড পৌর-ছাত্রলীগ সভাপতি তানভীর আহমেদ বলেন, নৌকাকে বিজয়ী করতেই হবে, উন্নয়ন চাইলে এর বিকল্প নেই। নৌকার মনোনীত প্রার্থী কাজিম উদ্দিন আহমেদ ধনু মহোদয়কে বিজয়ী করতে হবে।

রেদুয়ান আহমেদ হৃদয় বলেন, ছাত্রলীগকে ছাত্রদের কাজ করতে হবে। মেহনতি মানুষের কাজ করতে হবে। উন্নয়ন চাইলে নৌকার বিকল্প নেই।

পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বু বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০