বগুড়া-৪ (কাহালু- নন্দীগ্রাম) আসনে আওয়ামী লীগের মনোনয়ন পরিবর্তনের দাবী জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে কর্মী সমর্থকেরা।
রবিবার সন্ধ্যায় আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভায় দলীয় মনোনীত প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা হয়। সেই অনুযায়ী বগুড়া- ৪ আসনে কাহালু উপজেলা আওয়ামীলীগের সভাপতি হেলাল উদ্দিন কবিরাজের নাম ঘোষনা করা হয়। এরপরই নন্দীগ্রাম উপজেলা সদরসহ বিভিন্ন ইউনিয়নে বিক্ষোভ মিছিল বের করে আওয়ামী লীগের কর্মী সমর্থকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। তারা মনোনয়ন পরিবর্তনের দাবী জানান।
এই আসনে হেলাল উদ্দীন কবিরাজসহ মনোনয়ন প্রত্যাশী ছিলেন পাঁচ জন। এর মধ্যে নন্দীগ্রাম উপজেলা আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন রানাও মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তিনি মনোনয়ন না পাওয়া তার কর্মী সমর্থকেরা ক্ষুদ্ধ হয়ে বিক্ষোভ মিছিল করেন।
এব্যাপারে নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানা বলেন, আমি ঢাকায় অবস্থান করছি। আমার এলাকার তৃনমুল পর্যায়ে কর্মী সমর্থকদের আশা ছিল আমি মনোনয়ন পাব। কিন্তু আমি মনোনয়ন না পাওয়ায় হতাশ হয়ে পড়েছেন দলীয় নেতা-কর্মীরা।
ভিসি/এমএড
আপনার মতামত লিখুন :