সর্বশেষ :

চট্টগ্রাম-১৩ আসনে সাইফুজ্জামান চৌধুরী জাবেদের মনোনয়নে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ


জাফর ইকবাল তালুকদার, ব্যুরো চীফ চট্টগ্রাম
নভেম্বর ২৭, ২০২৩ । ২:৪৮ অপরাহ্ণ
চট্টগ্রাম-১৩ আসনে সাইফুজ্জামান চৌধুরী জাবেদের মনোনয়নে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ
সংগৃহীত ছবি

চট্টগ্রাম-১৩ আসনে আবারো নৌকার মাঝি হলেন সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। তিনি চতুর্থ বারের মতো নৌকার কান্ডারী হয়েছেন। রবিবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে নমিনেশন বোর্ডের তালিকায় মনোনয়নের খবর প্রকাশ হলে এলাকায় আনন্দ বন্যা বয়ে যায়। আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা কর্মীরা আনন্দে উল্লাস করেছেন।

 

রবিবার সন্ধ্যায় চাতরী চৌমুহনী উপজেলা যুবলীগের আহ্বায়ক শওকত ওসমানের নেতৃত্বে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। ছাত্রলীগ নেতা ফারুকের নেতৃত্বে আনন্দ মিছিল হয়েছে। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে চাতরী চৌমুহনী এলাকায় মিষ্টি বিতরণ করা হয়েছে।

 

এসময় উপস্থিত ছিলেন চাতরী ইউপি চেয়ারম্যান ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফতাব উদ্দিন চৌধুরী সোহেল,  সাধারণ সম্পাদক রিদওয়ানুল হক রহিম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের ইউনিয়ন নেতৃবৃন্দ। এছাড়া হাইলধর ইউনিয়ন আওয়ামী লীগ আনন্দ মিছিল করেছে। দক্ষিণ জেলা ছাত্রলীগ নেতা রুবেলের নেতৃত্বে মিছিল করেন।

 

ঢাকা গুলশানের বাসায় সকালেই  আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ সাইফুজ্জামান চৌধুরী জাবেদ কে তাৎক্ষণিকভাবে ফুল দিয়ে অভিনন্দন জানান। বর্তমানে সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ভূমিমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। তিনি সফল মন্ত্রী হিসেবে সুনাম রয়েছেন। এদিকে নির্বাচন কমিশন কার্যালয়ে মনোনয়নপত্র দাখিলের প্রস্তুতি চলছে। আগামী ২৮ তারিখ উৎসবমুখর পরিবেশে সাইফুজ্জামান চৌধুরী জাবেদ চতুর্থবারের মতো চট্টগ্রাম-১৩ আসনের মনোয়নপত্র দাখিল করবেন বলে কথা রয়েছে।


ভিসি/এমকে


পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০