গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি মিসেস আফরুজা বারীকে নৌকার মনোনয়ন দেওয়ায় আনন্দ মিছিল করেছে দলীয় নেতা-কর্মী। রবিবার (২৬ নভেম্বর) আওয়ামীলীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে একযোগে সারাদেশের ৩০০ আসনে মনোনয়ন প্রাপ্তদের তালিকায় গাইবান্ধা-১ আসনে আফরুজা বারীর নাম ঘোষণা করায় এ আনন্দ মিছিল করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কবির মুকুল, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল আলম রেজা, পৌর আওয়ামীলীগের সভাপতি আহসানুল করিম চাঁদ,উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান লিটু,যুগ্ন সাধারণ সম্পাদক উদয় নারায়ন, পৌর যুবলীগের সভাপতি মারুফ হোসেন বাদল, উপজেলা শ্রমিক লীগের সভাপতি গনেশ শীল, উপজেলা তাঁতী লীগের সভাপতি ইউনুস আলী, উপজেলা কৃষক লীগের সহ-সভাপতি মাহাবুব রহমান, কৃষক লীগের সহ-সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান উম্মে সালমা সহ আরো অনেকে।
ভিসি/এমকে
আপনার মতামত লিখুন :