এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে ভোকেশনাল শাখায় এবার ৮৮.০৪ শতাংশ পাশ সহ মাগুরা জেলার সেরা তালিকায় কাজলি কলেজিয়েট স্কুল। এই কলেজ থেকে মোট ৯২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষায় মোট পাশ করে ৮১ জন শিক্ষার্থী। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১ জন। দ্বিতীয় অবস্থান অর্জন করে মাগুরার আইডিয়াল টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজ।
যশোর শিক্ষা বোর্ডের ২০২৩ সালের আওতায় প্রকাশিত এইচএসসি ভোকেশনাল শাখার পরীক্ষার ফলাফলে মাগুরার শ্রীপুর উপজেলার কাজলি কলেজিয়েট স্কুল সর্বোচ্চ ফলাফল করেছে। ভালো ফলাফল করে জেলায় শীর্ষস্থান লাভ করায় খুশি কাজলি কলেজিয়েট স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা।
কাজলি কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ মো. আশরাফুল ইসলাম তার কলেজের ভালো ফলাফলের খবর জানিয়ে বলেন, শুধু শ্রীপুর উপজেলা নই কাজলি কলেজিয়েট স্কুল জেলাতেও শীর্ষ ফলাফল অর্জন করেছে।
তিনি আরও বলেন, শিক্ষকদের আন্তরিকতা, অভিভাবকদের সহযোগিতা এবং শিক্ষার্থীদের একনিষ্ঠতায় এবারের এইচএসসি ফলাফল বেশ ভালো করেছে। আমরা আশাকরি সামনের দিনগুলাতে এ ধারাবাহিকতা অক্ষুন্ন থাকবে।
আপনার মতামত লিখুন :