লালমনিরহাটে ন্যাশনাল ব্যাংক লিমিটেডের উপশাখার শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার (২৬ নভেম্বর) রাজশাহী শাখার অধীনে ৪৬তম উপশাখা হিসেবে এটির উদ্বোধন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইভিপি ও আঞ্চলিক প্রধান ন্যাশনাল ব্যাংক লিঃ রাজশাহী অঞ্চল মোঃ রাজুুনুর রশীদ উপস্থিত থেকে ব্যাংকের উপশাখাটির উদ্বোধন করেন।
প্রথমে কোরআন তেলওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়। স্বাগত বক্তব্য রাখেন ভিপি ও ব্যবস্থাপক এনবিএল কুড়িগ্রাম শাখার ফুলজার হোসেন ও সিনিয়র এক্সিকিউটিভ অফিসার- ইনচার্জ ন্যাশনাল ব্যাংক লিঃ লালমনিরহাট উপশাখার তাহমিদ ইসলাম খন্দকার।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি শেখ আব্দুল হামিদ বাবু, মেয়র রেজাউল করিম স্বপন, জেলা ইউনিট কমান্ডার ও মুক্তিযোদ্ধা সংসদ লালমনিরহাট মেজবাহ উদ্দিন আহমেদ,গোশালা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোকছেদুর রহমান, পৌর কাউন্সিলর রাশেদুজ্জামান রাশেদ প্রমূখ।
শেষে গাউছিয়া মসজিদের পেশ ইমাম এরশাদুল্লার মোনাজাতের মধ্যে দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি হয়।
ভিসি/এমকে
আপনার মতামত লিখুন :