দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনীত প্রার্থীর তালিকা প্রকাশ করেছে আওয়ামী লীগ। রোববার (২৬ নভেম্বর) বিকেলে এই তালিকা প্রকাশ করছে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নির্বাচনের তফসিল ঘোষণার পর চারদিনে ৩ হাজার ৩৬২টি মনোনয়ন ফরম বিক্রি করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। এরপর প্রার্থী চূড়ান্ত করতে কয়েক দফা মনোনয়ন বোর্ডের বৈঠক হয়। পরে আজ দলীয় মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় সভা করেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।
ময়মনসিংহ জেলায় নৌকার মনোনয়ন পেলেন যারা ময়মনসিংহ ১ (হালুয়াঘাট-ধোবাউড়া) জুয়েল আরেং, ময়মনসিংহ-২ (ফুলপুর-ভারাকান্দা) শরীফ আহমেদ, ময়মনসিংহ-৩ (গৗরীপুর) নিলুফার আঙুম পপি, ময়মনসিংহ-৪ (ময়মনসিংহ সদর) মোহিত উর রহমান শান্ত, ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আবদুল হাই, ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) মোসলেম উদ্দিন, ময়মনসিংহ-৭ (ত্রিশাল) হাফেজ রুহুল আমিন মাদানী, ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আব্দুস সাত্তার, ময়মনসিংহ-৯ (নান্দাইল) আব্দুস সালাম, ময়মনসিংহ-১০ (গফরগাঁও) ফাহমি গোলন্দাজ বাবেল, ময়মনসিংহ-১১ (ভালুকা) আলহাজ্ব কাজিম উদ্দিন আহমেদ ধনু।
ভিসি/এমকে
আপনার মতামত লিখুন :