বগুড়ায় মাদক বিরোধী অভিযানে ৪৭০ পিচ ইয়াবাসহ মোঃ রিয়াজুল ইসলাম নামক ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব-১২।
গ্রেফতারকৃত মোঃ রিয়াজুল ইসলাম (৩৪) কুড়িগ্রাম জেলার চেরেঙ্গা (আর ডি আর এস বাজার) গ্রামের মৃত পনির উদ্দিনের ছেলে।
জানা যায়, কক্সবাজার হইতে কুড়িগ্রামগামী একটি কুড়িগ্রাম এ আর ট্রাভেলস পরিবহনে যাত্রীবেশে নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বহন করছে, এমন তথ্য গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে। এই গোপন সংবাদের ভিত্তিতে অদ্য ২৬/১১/২০২৩ তারিখ ভোর ০৫.১০ ঘটিকার সময় র্যাবের আভিযানিক দল বগুড়া জেলার শাজাহানপুর থানাধীন মাঝিড়া ইউনিয়নের অন্তর্গত সাজাপুর গ্রামস্থ টিএমএস স্টেশনের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ৪৭০ পিচ ইয়াবা, ১টি মোবাইল এবং ১টি সীমসহ গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য শাজাহানপুর থানা, বগুড়ায় সোপর্দ করা হয়েছে।
ভিসি/এমএড
আপনার মতামত লিখুন :