উত্তরবঙ্গের প্রাণকেন্দ্র হল বগুড়া। দ্বাদশ নির্বাচনে সাতটি আসনে বগুড়ার মনোনীত প্রার্থীগণ যাচাই-বাছাই শেষে বগুড়া থেকে নৌকার মাঝি হলেন যারা, বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) সাহাদারা মান্নান, বগুড়া-২ (শিবগঞ্জ) তৌহিদুর রহমান মানিক, বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) সিরাজুল ইসলাম খান রাজু, বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) হেলাল উদ্দিন কবিরাজ, বগুড়া-৫ (শেরপুর-ধনুট) মুজিবুর রহমান মজনু, বগুড়া-৬ সদর রাগিবুল আহসান রিপু, ও বগুড়া-৭ (গাবতলী -শাজাহানপুর) ডা: মোস্তফা আলম নান্নু।
বগুড়া-৬ সদর আসনের নৌকার প্রার্থী হতে বর্তমান সংসদ সদস্য এমপি সহ ৬ জন তাদের দলীয় মনোনয়ন জমা দিয়ে ছিলেন।
অপরদিকে বগুড়া ৬ সদর আসনের বর্তমান এমপি রাগিবুল আহসান রিপু ২০২৩ সালের পহেলা ফেব্রুয়ারি উপনির্বাচনে তিনি জয়লাভ করে ইতিহাস সৃষ্টি করেন। দীর্ঘ ৫০ বছর পর জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া ছয় সদর আসন থেকে নৌকার প্রার্থী হিসেবে বিজয় হয়েছিলেন বর্তমানে এমপি রাগিবুল আহসান রিপু।
ভিসি/এমএড
আপনার মতামত লিখুন :