সর্বশেষ :

পটুয়াখালীতে বিশেষ অভিযান পরিচালনায় জাটকা ইলিশ উদ্ধার


মল্লিক জামাল, স্টাফ রিপোর্টার
নভেম্বর ২৬, ২০২৩ । ৫:৫৬ অপরাহ্ণ
পটুয়াখালীতে বিশেষ অভিযান পরিচালনায় জাটকা ইলিশ উদ্ধার

র‍্যাব-৮, সিপিসি-১ (পটুয়াখালী ক্যাম্প) কর্তৃক বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গত ২৫/১১/২০২৩ ইং তারিখ ২১.৩০-২৩.৪৫ ঘটিকার মধ্যবর্তী সময়ে পটুয়াখালী জেলার চৌরাস্তা সংলগ্ন টোল প্লাজা এলাকায় ভ্রাম্যমান বিশেষ অভিযান পরিচালনায় জাটকা ইলিশ উদ্ধার করে।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট মশিউর রহমান, উমর ফারুক এবং শাহনাজ পারভীন, খামার ব্যবস্থাপক, পটুয়াখালী সমেত উপস্থিত হয়ে দুইটি জাটকা ইলিশ পরিবহন করা ট্রাক এবং একটি যাত্রী পরিবহন বাসে ব্যাপক তল্লাশী চালায়। তল্লাশীর সময় ঢাকা মেট্রো-ড-১৪-৪১০০ ট্রাকে আনুমানিক ৪০ কেজি, ঢাকা মেট্রো ন ১৯-৮৯০৮ ট্রাক হতে আনুমানিক ৩১০ কেজি এবং ঢাকা মেট্রো ব ১৫-৯৪৯১ সুগন্ধা স্পেশাল বাস হতে আনুমানিক ৬০ কেজি জাটকা ইলিশ জব্দ করে।

ট্রাক ঢাকা মেট্রো ড ১৪-৪১০০ এর চালক নাসির হাওলাদার, সাং-সুধিপুর, ৩ নং ওয়ার্ড, থানা- কলাপাড়া, জেলা-পটুয়াখালী’কে মৎস্য রক্ষা এবং সংরক্ষণ আইন ১৯৫০ এর ৫(১) ধারা মোতাবেক ৫০০০ (পাঁচ হাজার) টাকা জরিমানা অনাদায়ে ০৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়, ট্রাক ঢাকা মেট্রো ন ১৯-৮৯০৮ এর দ্বিতীয় আসনধারী মো: রুহুল আমীন (৩৬), পিতা- আঃ রহিম, সাং-পূর্বমধুখালী, মিঠাগঞ্জ, ছোট বালিয়াতলী, থানা- কলাপাড়া, জেলা পটুয়াখালী’কে একই আইন এ ০১ (এক) বছরের সশ্রম কারাদন্ড এবং বাস ঢাকা মেট্রো ব ১৫-৯৪৯১ এর সুপারভাইজার পলাশ হাওলাদার(৩৪), সাং-বাদুড়তলী, থানা-কলাপাড়া, জেলা-পটুয়াখালী’কে ৫০০০ (পাঁচ হাজার) টাকা জরিমানা অনাদায়ে ০৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।


ভিসি/এমএড


পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০