যশোরের বেনাপোল কাগজপুকুর বাজারে মোঃ রাজ বাবু বয়স (১৩) কিশোর পরিবহনের চাপায় পিষ্ট হওয়ার ঘটনা ঘটেছে ৷
সূত্রে জানা যায়, বেনাপোল কাগজপুকুর বাজারে যশোর-বেনাপোল মহাসড়কে সকাল ১০:৩০ সময় স্টার শিবচর স্টার ডিলাক্স পরিবহনের চাপায় পিষ্ট হয়ে মোঃ রাজ বাবু বয়স (১৩ ) ঘটনাস্থলাই মারা যায় ।
নিহতের পিতাঃ মনির হোসেন, মোছাঃ হালিমা খাতুন, কাগজ পুকুর পশ্চিমপাড়া। পরিবহনটি আটক করেছে আমড়াখালী চেকপোষ্টের বিজিবি।
আপনার মতামত লিখুন :