সাতক্ষীরায় পুলিশ ব্যারাকে সাব ইন্সপেক্টরের আত্নহত্যা


বরুণ ব্যানার্জী, খুলনা ব্যুরো চীফ
নভেম্বর ২৪, ২০২৩ । ২:২১ পূর্বাহ্ণ
সাতক্ষীরায় পুলিশ ব্যারাকে সাব ইন্সপেক্টরের আত্নহত্যা
সংগৃহীত ছবি

সাতক্ষীরা পুলিশ লাইন্সের ব্যারাকে গলায় রশ্নি দিয়ে আত্নহত্যা করেছে পুলিশের এক সাব ইন্সপেক্টর আজহার হোসেন। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) ভোর রাতের কোন এক সময়ে তিনি নিজ ঘরে আত্নহত্যা করেছেন বলে ধারণা করছে পুলিশ। তবে কি কারণে আত্নহত্যা করেছেন সেটির কারণ এখনো জানা যায়নি।

সাব ইন্সপেক্টর আজহার হোসেন (৫৮) যশোর জেলার রাজারহাট এলাকার বাসিন্দা।

জানা গেছে, দুই দিন আগে সাতক্ষীরা কোর্ট পুলিশে পোস্টিং হয়েছিল তার।

সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার কর্মকর্তা ইয়াছিন আলম চৌধুরী জানান, গেল ১৪ নভেম্বর নড়াইল জেলা থেকে সাতক্ষীরা পুলিশ লাইন্সে যোগদান করেন। পুলিশের ব্যারাকে একটি কক্ষে একা থাকতেন তিনি। রাত ১২টার পর ভোররাতের কোন এক সময়ে তিনি ওই কক্ষে গলায় রশ্নি দিয়ে আত্নহত্যা করেছেন। সকাল ৯টার দিকে ঘটনাটি আমাদের নজরে আসে। কি কারণে আত্নহত্যা করলেন সেটি এখনো জানা যায়নি।


ভিসি/এমকে


পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০