মাগুরার শ্রীপুরে প্রতিবেশীর অতর্কিত হামলায় জহুরা বেগম (৬০) নামে এক বৃদ্ধা আহত হয়েছে। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকাল ৯ টার দিকে উপজেলার খামারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ওইদিন সন্ধ্যায় বৃদ্ধার মেয়ে নার্গিস খাতুন বাদী হয়ে ৪ জনের নামে শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। বর্তমানে ওই বৃদ্ধা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিসাধীন রয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকাল ৯ টার দিকে উপজেলার খামারপাড়া গ্রামে জহুরা বেগমের উপর রেকসোনা, হাজেরা, রুমি ও পপি অতর্কিত মারধর করে। পরে তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। বর্তমানে পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।
শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
ভিসি/এমকে
আপনার মতামত লিখুন :