সর্বশেষ :

হাতিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে রাজমিস্ত্রির মৃত্যু


গোলাম সারোয়ার, স্টাফ রিপোর্টার
নভেম্বর ২৩, ২০২৩ । ৭:২২ অপরাহ্ণ
হাতিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে রাজমিস্ত্রির মৃত্যু
প্রতীকী ছবি

নোয়াখালীর হাতিয়াতে বিদ্যুৎস্পৃষ্টে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। নিহত আবুল বাশার (৩৭) উপজেলার বুড়িরচর ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের উত্তর সাগরিয়া এলাকার মো.সিরাজ মাঝির ছেলে।

বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টার দিকে উপজেলার সাগরিয়া বড় পোল সংলগ্ন এলাকায় খবিরের নির্মাণাধীন ভবনে কাজ করার সময় এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা আব্দুল বারেক জানান, উপজেলার চরকিং ইউনিয়নের বাসিন্দা খবির একই উপজেলার বুড়িরচর ইউনিয়নের সাগরিয়া বড় ফোল সংলগ্ন এলাকায় একটি ভবন নির্মাণ করছেন। ওই ভবন নির্মাণের কাজ করছিল রাজমিস্ত্রি বাশার।

নির্মাণাধীন ভবনের কাজ করতে গিয়ে একটি রড ওপরের দিকে তুলতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজন রাজমিস্ত্রি আহত হ ন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বাশারকে মৃত ঘোষণা করেন।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিসান আহমেদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।


ভিসি/এমকে


পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০