সর্বশেষ :

রাজশাহীতে পুলিশের গাড়িতে ককটেল বিস্ফোরণে দুই পুলিশ সদস্য আহত


রেজাউল করিম, বিশেষ প্রতিনিধি
নভেম্বর ২৩, ২০২৩ । ৯:০৮ পূর্বাহ্ণ
রাজশাহীতে পুলিশের গাড়িতে ককটেল বিস্ফোরণে দুই পুলিশ সদস্য আহত
সংগৃহীত ছবি

রাজশাহীতে পুলিশের গাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করেছেন দুর্বৃত্তরা। বুধবার (২২ নভেম্বর) রাত পৌনে ১০টার দিকে নগরীর এয়ারপোর্ট থানার বায়া বাজার এলাকায় এই ঘটনা ঘটে। এতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। আহতরা হলেন, রাজশাহী মেট্রপলিটনের পুলিশ সদস্য জাহিদুল এবং শামীম হায়দার।

এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরান হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাতে এয়ারপোর্ট থানার বায়া বাজার সংলগ্ন মাছের আড়তের কাছে এয়ারপোর্ট থানার টহল পুলিশের গাড়ি লক্ষ্য করে কে বা কারা একটি ককটেল নিক্ষেপ করে। এসময় ককটেলটি বিস্ফোরণ হয়। নিক্ষেপের পরপরই তারা পার্শ্ববর্তী ফাঁকা বরই বাগানের দিকে পালিয়ে যায়।

ওসি আরো বলেন, ককটেল বিস্ফোরণে এয়ারপোর্ট থানার ডিউটিরত দুই জন পুলিশ সদস্যের শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়ে আহত হয়েছে। পরে তাদের রাজশাহী পুলিশ হাসপাতালে প্রাথমিক চিকিৎসার জন্য পাঠানো হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলমান।


ভিসি/এমকে


পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০