সর্বশেষ :

ঝিনাইদহের কুমড়াবাড়িয়াতে উম্মুক্ত বাজেট ঘোষণা


আনোয়ার হোসেন, ঝিনাইদহ জেলা প্রতিনিধি
প্রকাশের সময় : মে ২৮, ২০২৩ । ৪:২৭ অপরাহ্ণ
ঝিনাইদহের কুমড়াবাড়িয়াতে উম্মুক্ত বাজেট ঘোষণা

ঝিনাইদহ সদর উপজেলার ৫নং কুমড়াবাড়িয়া ইউনিয়ন পরিষদের ২০২৩-২৪ অর্থ বছরের উম্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। আজ সকাল ১১টায় ইউনিয়ন পরিষদের মিলনায়তনে অনুষ্ঠিত বাজেট অধিবেশনে সভাপতিত্ব করেন ৫নং কুমড়াবাড়িয়া ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান সিরাজুল করিম সিরাজ। সভাপতির অনুমতিক্রমে ইউপি সচিব ইমারত আলী ১ কোটি ১৩ লক্ষ ৬১ হাজার ২ শত ১১ টাকার প্রস্তাবিত বাজেট পেশ করেন।

 

বাজেট অধিবেশনে উপস্থিত ছিলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের খন্ডকালিন প্রভাষক( ডিসিপ্লিন) আহসান কবির, ইউনিয়ন আওয়ামী নেতা আশরাফুল ইসলাম ঠান্ডু, রজব আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফুল ইসলাম, জাড়গ্রাম রাউতাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাফিরুল ইসলাম, ইউনিয়ন বিট পুলিশিং সহকারী এ এস আই সোহাগ, কুমড়াবাড়িয়া ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের পরিবার কল্যাণ পরিদর্শিকা রিমা খাতুন,ইউনিয়ন কৃষি বিষয়ক কর্মকর্তা খাদিমুল ইসলাম,  কনেজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদুল ইসলাম, ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী কাম-কম্পিউটার গায়ত্রী বিশ্বাস, উদ্যোক্তা আকাশ হোসেন, ইউনিয়ন পরিষদের মেম্বার ছালিমা খাতুন, তহমিনা মিম, হাসিনা খাতুন, জামির হোসেন, তিজারত আলী শেখ, রবদুল মন্ডল, আনোয়ার হোসেন, ওয়াসিম মন্ডল, হারুন অর রশিদ, জয়নুদ্দিন বিশ্বাস, মাসুদ রানা ও জিল্লুর রহমান সহ দফাদার গ্রামপুলিশ সদস্যগণ, স্থানীয় গন্যমান্য ব্যক্তিগণ।

পুরোনো সংখ্যা