ভৈরবে হজ্ব প্রশিক্ষণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত


এস.এম বাকী বিল্লাহ, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশের সময় : মে ২৭, ২০২৩ । ১:১৫ অপরাহ্ণ
ভৈরবে হজ্ব প্রশিক্ষণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কিশোরগঞ্জের ভৈরবে পবিত্র হজ্ব গমনকারীদের নিয়ে হজ্ব প্রশিক্ষণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ মে) রাত সাড়ে ৮টায় ভৈরব মেহেদী কমিউনিটি সেন্টারে ওভারসীজ লিংকস লিঃ হজ্ব কাফেলার আয়োজনে চলতি বছরের হজ্বে গমনেচ্ছুক নারী-পুরুষের মকবুল হজ্ব কামনায় এই হজ্ব প্রশিক্ষণ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

ওভারসীজ লিংকস লিঃ এর মুয়াল্লিম আলহাজ্ব হাফেজ হাবিবুর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ওভারসীজ লিংকস লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব ফজলুল ওহাব মামুন, ভৈরব চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি সভাপতি আলহাজ্ব হুমায়ুন কবির, ভৈরব প্রেসক্লাব সভাপতি অধ্যাপক শামসুজ্জামান বাচ্চু, উপজেলা বিএনপি সভাপতি আলহাজ্ব রফিকুল ইসলাম, ভৈরব পৌর আওয়ামী লীগ সভাপতি এস এম বাকি বিল্লাহ, সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ ও বিশিষ্ট ব্যবসায়ী হাজী জয়নাল আবেদীন প্রমুখ।

এছাড়া দোয়া মাহফিলে বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, গণমাধ্যম ব্যক্তিবর্গ ও হজ্ব গমণকারী যাত্রীগণের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণে আলোচকেরা বলেন, হজ্ব একটি ফরজ ইবাদত। এটি কেবলমাত্র আর্থিক ও শারীরিকভাবে সামর্থবান ব্যক্তিদের ওপর ফরজ। হজ্বের সফরটি দীর্ঘ এবং আন্তঃরাষ্ট্রীয় হওয়ায় এবং একই সাথে লাখ লাখ লোকের সমাগম হয় বলে এখানে ধৈর্য ও সহনশীলতার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। হজ্বকে সহজ করে দেয়ার জন্য সব সময় আল্লাহর দরবারে দোয়া চাইতে হবে। বিশেষ করে হজ্বের নির্দিষ্ট দিনসমূহের ইহরাম বাঁধা থেকে শুরু করে জামারাহতে পাথর নিক্ষেপ, মিনা ও আরাফার তাঁবুতে অবস্থান সর্বক্ষেত্রেই হজ্বযাত্রীকে আল্লাহর দরবারে নিজেকে হাজির করার অনুভূতি নিয়ে কাটাতে হবে। এই দিকগুলো মাথায় রেখেই আল্লাহর মেহমান হিসেবে হজ্বযাত্রা শুরু করতে হবে। এছাড়া একে অন্যের প্রতি সহযোগিতার মনোভাব পোষণ করতে হবে বলে আলোচকেরা বলেন।

আলোচনা শেষে হজ্ব যাত্রীরা যেন সুস্থ ও সুন্দর ভাবে হজ্ব পালন করতে পারে এর জন্য আল্লাহর দরবারে মুনাজাত করা হয়। পরে সকল হজ্ব যাত্রীদের মাঝে কাফেলার পক্ষ থেকে উপহার তুলে দেয়া হয়।

পুরোনো সংখ্যা

সতর্কবাণী: এই সাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার কঠোর ভাবে নিষিদ্ধ এবং কপিরাইট আইনে দণ্ডনীয় অপরাধ।