মৌলভীবাজার জেলার বড়লেখা থানা পুলিশের বিশেষ অভিযানে ১ কেজি ৫০ গ্রাম গাঁজাসহ রাজা রাম (৩৫) এবং জামাল উদ্দিন (৪৫) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে (২৬ মে) শুক্রবার রাতে বড়লেখা থানার এসআই জাহেদ আহমদ সঙ্গীয় অফিসার ফোর্সসহ বড়লেখা থানাধীন দক্ষিণভাগ ইউনিয়নের পশ্চিম হাতলিঘাট এলাকার রেলগেট মসজিদের সামনে থেকে আসামিদ্বয়কে আটক করেন।
এসময় আটককৃত ব্যক্তিদ্বয়ের হেফাজত থেকে একটি বাদামি রংয়ের শপিং ব্যাগের ভেতর থেকে নীল রঙের পলিথিনে মোড়ানো অবস্থায় ১ কেজি ৫০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
বড়লেখা থানার অফিসার ইনচার্জ মোঃ ইয়ারদৌস হাসান জানান, আটককৃত ব্যক্তিদ্বয় জুড়ী থানার ভারতীয় সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বড়লেখায় বিক্রির জন্য এনেছে মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে । তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আগামীকাল তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।
আটককৃতরা হলো ১। রাজা রাম (৩৫) পিতা-মৃত বলারাম মাতা- স্থায়ী: সাং-ধামাই (কালাটিলা), উপজেলা/থানা- জুড়ী, জেলা -মৌলভীবাজার এবং মোঃ জামাল উদ্দিন(৪৫) পিতা-মৃত আসাব আলী মাতা- স্থায়ী: সাং-৭নং কাশেমনগর, উপজেলা/থানা- বড়লেখা, জেলা -মৌলভীবাজার।
আপনার মতামত লিখুন :