সর্বশেষ :

চট্টগ্রামে ডাস্টবিন থেকে শিশু উদ্ধার


মোস্তাফিজুর রহমান, চট্টগ্রাম ভ্রাম্যমাণ প্রতিনিধি
প্রকাশের সময় : মে ২৭, ২০২৩ । ৪:০২ অপরাহ্ণ
চট্টগ্রামে ডাস্টবিন থেকে শিশু উদ্ধার

চট্টগ্রাম নগরীর টাইগারপাসে দেওয়ানহাট ব্রিজের নিচে ডাস্টবিন থেকে পরিত্যক্ত অবস্থায় দুই বছর বয়সী এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৬ মে) দুপুর ২টার সময় শিশুটিকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠায় কোতোয়ালী থানা পুলিশ।

পুলিশ জানায়, দুপুরে দেওয়ানহাট ব্রিজের নিচে ডাস্টবিনে পড়ে থাকা শিশুটিকে ঘিরে উৎসুক জনতা ভিড় জমায়। ডিউটিরত কোতোয়ালী থানার এএসআই শাহাবুদ্দিনসহ একটি টিম ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যায়।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বলেন, ধারণা করছি শিশুটির মধ্যে প্রতিবন্ধীতার লক্ষণ প্রকাশ পাওয়ায় পরিবার তাকে সেখানে ফেলে গেছে। শিশুটি অসুস্থ হওয়ায় চমেক হাসপাতালের শিশু বিভাগে ভর্তি করা হয়েছে।এ বিষয়ে সমাজসেবা অধিদপ্তরসহ সংশ্লিষ্টদের অবহিত করা হয়েছে।

পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
সতর্কবাণী: এই সাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার কঠোর ভাবে নিষিদ্ধ এবং কপিরাইট আইনে দণ্ডনীয় অপরাধ।