শ্রীমঙ্গলে ১২০০ শত পিছ ইয়াবা সহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার


শাহ মোহাম্মদ রাজুল আলী, মৌলভীবাজার জেলা প্রতিনিধি
প্রকাশের সময় : মে ২৬, ২০২৩ । ৯:০৫ অপরাহ্ণ
শ্রীমঙ্গলে ১২০০ শত পিছ ইয়াবা সহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা পাচার কালে ১২০০ শত পিছ ইয়াবা ট্যাবলেট সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামীরা হলেন জয়দন মিয়া শান্ত পিতা: লেবু মিয়া, সাং উবাহাট থানা কমলগঞ্জ এবং হান্নান মিয়া, পিতা: মৃত মহিবুল্লাহ, সাং উত্তর ভাড়াউড়া, থানা: শ্রীমঙ্গল।

শ্রীমঙ্গল থানা সূত্রে জানা গেছে, ২৫ মে রাত ১১:০০ টার দিকে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জের সার্বিক দিক নির্দেশনায় ৩নং শ্রীমঙ্গল ইউপির অন্তর্ভুক্ত ভানুগাছ রোডে পুলিশি চেক পোষ্ট চলা কালে কমলগঞ্জ থেকে শ্রীমঙ্গলের দিকে আসা একটি সিএনজি আটকের পর সিএনজিতে থাকা আসামীদের দেহ তল্লাশী করে ১২০০ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ,যার আনুমানিক বাজার মূল্য ৩ লক্ষ ৬০ হাজার টাকা প্রায়।

উক্ত বিষয়ে আসামীদ্বয়ের বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা রুজু হয়। আসামী জয়ধন মিয়া শান্ত (৩০) এর বিরদ্ধে ইতি পূর্বের আরো ০৩টি মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন পাওয়া যায়। আসামীদ্বয়কে পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।

পুরোনো সংখ্যা

সতর্কবাণী: এই সাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার কঠোর ভাবে নিষিদ্ধ এবং কপিরাইট আইনে দণ্ডনীয় অপরাধ।