সর্বশেষ :

গাজীপুর সিটি নির্বাচন

প্রত্যাহারের ঘোষণা দিয়েও নির্বাচিত বিএনপি নেতা


অনলাইন ডেস্ক
প্রকাশের সময় : মে ২৬, ২০২৩ । ১:৫৫ পূর্বাহ্ণ
প্রত্যাহারের ঘোষণা দিয়েও নির্বাচিত বিএনপি নেতা

প্রার্থীতা প্রত্যাহারের ঘোষণা দিয়েও নির্বাচিত হয়েছেন বিএনপির সদর মেট্রো থানা বিএনপির সভাপতি (বহিস্কৃত) মহানগরের ২৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. হাসান আজমল ভুইয়া। তিনি দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে নির্বাচনে অংশ নিলে দল তাকে সহ বিএনপির বিভিন্ন পর্যায়ের ২৯জনকে আজীবনের জন্য বহিস্কার করে।

এর এক সপ্তাহ আগে নির্বাচনে অংশ নেওয়া বিভিন্ন পর্যায়ের মোট ৩০জন নেতাকে কারণ দর্শানোর নোটিশ করে কেন্দ্রীয় বিএনপি এবং ২৪ ঘন্টার মধ্যে ওই নোটিশের জবাব দিতে বলা হয়।

হাসান আজমল ভূঁইয়া নোটিশের জবাবও দিয়েছিলেন। কিন্তু দল তার জবাবে সন্তুষ্ঠ হতে পাড়েনি। ফলে তাকে দল থেকে বহিস্কার করা হয়। পরে তিনি নির্বাচনের তিনদিন আগে এক সংবাদ সম্মেলন করে তার নিজ প্রার্থীতা প্রত্যাহার করে নির্বাচনী মাঠ থেকে সড়ে দাঁড়ালেও ব্যালটে  তার প্রতীক থেকে যায়।

বৃহস্পতিবার ভোট গ্রহণ অনুষ্ঠিত হলে তার প্রতীক লাটিম ৫ হাজার ৩৫২ ভোট আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাহিদ হোসেন পেয়েছেন ২ হাজার ১৬০ ভোট। এছাড়া ব্যসরকারি ভাবে কেন্দ্রে ঘোষিত ফলাফলে দেখা গেছে বিএনপির বহিস্কৃত নেতাদের মধ্যে প্রায় সকলেই নির্বাচিত হয়েছেন।

পার্শ্ববর্তী ২৮ নং ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক হান্নান মিয়া হান্নু, ২৫ নং ওয়ার্ডে বিএনপি নেতা মজিবুর রহমান, ২৪ নং ওয়ার্ডে মাহবুবুর রশীদ খান সীপু, ২২ নম্বরে সবদের হাসান, ১৫ নং মুসলেম উদ্দিন চৌধুরী মুসা, ১৪ নং ওয়ার্ডে য়সাল আহাম্মেদ সরকার, ১৯ নম্বরে মোহাম্মদ শাহীন আলম, ৫৫ নম্বরে আবুল হাসেম, ৪৮ নম্বরে সফি উদ্দিন সফি, ৪০ নম্বর ওয়ার্ডে কেএম নজরুল ইসলাম বিকি নির্বাচিত হয়েছেন।

পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
সতর্কবাণী: এই সাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার কঠোর ভাবে নিষিদ্ধ এবং কপিরাইট আইনে দণ্ডনীয় অপরাধ।