সর্বশেষ :

সোনাগাজীতে বিএডিসি’র বীজ বর্ধন খামারের জন্য ৫.৮ কি.মি. সড়কের নির্মাণ কাজ উদ্বোধন


আফতাব মমিন, ফেনী জেলা প্রতিনিধি
প্রকাশের সময় : মে ২৫, ২০২৩ । ৯:৫৬ অপরাহ্ণ
সোনাগাজীতে বিএডিসি’র বীজ বর্ধন খামারের জন্য ৫.৮ কি.মি. সড়কের নির্মাণ কাজ উদ্বোধন

ফেনী’র সোনাগাজীর চর দরবেশ ইউনিয়নের নুরানী বাজার থেকে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) নির্মাণাধীন উন্নত বীজ বর্ধন খামারের যাতায়াতের জন্য ৫.৮ কি.মি. (আরসিসি ঢালাই) সড়কের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী-৩ আসনের সংসদ সদস্য লে.জে. মাসুদ উদ্দিন চৌধুরী।

এতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামিলীগ সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী।

২৫ মে (বৃহস্পতিবার) ৮নং সুইস নুরানী বাজারে উক্ত অনুষ্ঠানে চরদরবেশ ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম ভুট্টুর সভাপতিত্বে ও ছাত্রলীগ নেতা আবদুল জলিলের সঞ্চালনায় উপস্থিত থেকে আরও বক্তব্য রাখেন সোনাগাজী উপজেলা চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন, দাগনভুঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন, পৌর মেয়র এড রফিকুল ইসলাম খোকন, উপজেলা জাতীয় পার্টির সভাপতি হাজী আবু ছুফিয়ান, মডেল থানার ওসি খালেদ হোসেন, ইউনিয়ন আওয়ামিলীগ সভাপতি মাষ্টার শাহাব উদ্দিন প্রমূখ।

বক্তাগণ সাম্প্রতিক সময়ে একনেকে অনুমোদিত সোনাগাজীর ৬২৭ একর জমিতে উন্নত বীজ বর্ধন খামার প্রতিষ্ঠার সুফল সম্পর্কে অবগত করেন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সোনাগাজী ফেনী সহ সারাদেশের উন্নয়ন কার্যক্রম তুলে ধরে আবারও আসন্ন নির্বাচনে আওয়ামিলীগ ও মহাজোট মনোনীত প্রার্থীদের ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য আহবান জানান।

পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
সতর্কবাণী: এই সাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার কঠোর ভাবে নিষিদ্ধ এবং কপিরাইট আইনে দণ্ডনীয় অপরাধ।