যশোর মণিরামপুর উপজেলা খানপুর ইউনিয়নের তেতুলিয়া গ্রামে অন্যের ঘাসের জমিতে গরু যাওয়ায় ফ্রিজিয়ান জাতের গরুর বাছুর মেরে ফেলার অভিযোগ ওঠে।
স্থানীয়রা জানায়, গতকাল বুধবার ২৪শে মে সকালে আনুমানিক ৯ টার দিকে গরুর বাছুর জয়নালের ঘাসের জমিতে গেলে বাঁশের লাঠি দিয়ে অনাবারত আঘাত করাই গরুর বাছুর টি ঘটনা স্থানে মারা যাই।
এ বিষয়ে গরুর মালিক মুন্নি খাতুন (২৮) মণিরামপুর থানায় বাদী হয়ে একটি অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, মৃত খোরশেদ আলী এর ছেলে জয়নাল হোসেন এবং জয়নাল হোসেনের স্ত্রী আচিয়া বেগম দুইজন সহ আরো অনেকে গরুর বাছুর কে বাঁশের লাঠি দিয়ে মারতে মারতে মেরে ফেলে।
মৃত গরুর ময়না তদন্তের জন্য মণিরামপুর উপজেলা পশু হাসপাতালে গরুটিকে নিয়ে যাওয়া হলেও হয়নি ময়না তদন্ত। মণিরামপুর থানায় অভিযোগ হলেও পায়নি সুবিচার। এছাড়া মালিক এর নামে মিথ্যা গল্প বানিয়ে প্রভাবশালী একটি মহল বিভিন্ন ভাবে হয়রানি করছে বলে গণমাধ্যমে অভিযোগ করেন গরুর মালিক।
তিনি আরো বলেন, আমি মসজিদে উঠে সবার সামনেই আল্লাহর কাছে বিচার দিয়েছি আল্লাহ এর বিচার করবে।
আপনার মতামত লিখুন :