বাগেরহাটে ৪ হাজার ইয়াবাসহ আটক ২


মেহেদী হাসান, বাগেরহাট ক্রাইম রিপোর্টার
প্রকাশের সময় : মে ২৫, ২০২৩ । ১২:২৭ অপরাহ্ণ
বাগেরহাটে ৪ হাজার ইয়াবাসহ আটক ২

বাগেরহাটের ফকিরহাটে চার হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। অফিসার ইনচার্জ ফকিরহাট মডেল থানার মোঃ আলিমুজ্জামান এর নেতৃত্বে স্বপন কুমার রায় পুলিশ পরিদর্শক তদন্ত এস আই ওহিদুর রহমান এস আই বাদশা বুলবুল এস আই আকরাম এ এস আই আব্দুল্লাহ আল মামুন এ এস আই খলিলুর রহমান এ এস আই মোরতাজুল ও সঙ্গীয় ফোর্সের সহযোগিতায় বুধবার (২৪ মে) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার টাউন নোয়াপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

 

আটককৃতরা হলেন- খুলনার গল্লামারি এলাকার আবুল কাশেমের ছেলে মো. আইয়ুব আলী এবং বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার দৈবজ্ঞহাটি গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে মো. রুবেল।

 

আটকের বিষয়টি নিশ্চিত করে ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলিমুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ফকিরহাট উপজেলার টাউন নওপাড়া এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ তাদের আটক করা হয়।

 

তিনি আরও জানান, আটকদের বিরুদ্ধে ফকিরহাট মডেল থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি প্রক্রিয়াধীন। স্বপন কুমার রায়, ওসি তদন্ত ফকিরহাট থানা গত মাসে কামাল ফিলিং স্টেশন থেকে ১৮ কেজি গাঁজা উদ্ধার করেন। সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার, হারানো মোবাইল ফোন উদ্ধার, বিকাশের টাকা উদ্ধার ও ভিকটিম উদ্ধারে তিনি সকলের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন।

পুরোনো সংখ্যা

সতর্কবাণী: এই সাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার কঠোর ভাবে নিষিদ্ধ এবং কপিরাইট আইনে দণ্ডনীয় অপরাধ।