প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির ঘটনায় বিএনপি নেতা আবু সাইদ চাঁদের নামে আদালতে মামলা


রমজান আলী, সাতক্ষীরা জেলা প্রতিনিধি
প্রকাশের সময় : মে ২৫, ২০২৩ । ৭:৪৮ অপরাহ্ণ
প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির ঘটনায় বিএনপি নেতা আবু সাইদ চাঁদের নামে আদালতে মামলা

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেয়ার অভিযোগে রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাইদ চাঁদের বিরুদ্ধে সাতক্ষীরার আদালতে মামলা দায়ের হয়েছে। বৃহস্পতিবার (২৫ মে) বেলা ১১ টায় সাতক্ষীরা জেলা স্বেছাসেবক লীগের সাবেক সহ-সভাপতি ও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য এপিপি অ্যাড. সাইদুজ্জামান জিকো বাদী হয়ে সাতক্ষীরা আমলী আদালত-১ এ মামলাটি দায়ের করেন।

মামলাটি আমলে নিয়ে সাতক্ষীরার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবীর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এফ.আই.আর (নথিভুক্ত) হিসেবে রেকর্ড করার আদেশ দিয়েছেন।

মামলার এজাহারে বলা হয়েছে, গত ১৯ মে রাজশাহীর পুঠিয়ার শিবপুর হাইস্কুল মাঠে বিএনপির এক সমাবেশে রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাইদ চাঁদ বক্তব্য প্রদান কালে প্রকাশ্যে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে এবং শেখ হাসিনাকে পদত্যাগ করার জন্য যা যা করার দরকার তাই করা হবে বলে হুমকি দেন। এরই জেরে আজ সাতক্ষীরার আদালতে এ মামলাটি দায়ের করেছেন বলে জানিয়েছেন, অ্যাড. সাইদুজ্জামান জিকো। মামলায় সাতক্ষীরা জজ কোর্টের পিপি অ্যাড. আব্দুল লতিফসহ ১১ জনকে স্বাক্ষী করা হয়েছে।

এর আগে, গত ২১ মে রাতে রাজশাহীর আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ বাদী হয়ে বিএনপির এই নেতার নামে রাজশাহীর পুঠিয়া থানায় সন্ত্রাস দমন আইনে একটি মামলা দায়ের করেন। এ মামলায় বিএনপি নেতা আবু সাঈদ চাঁদকে ইতিমধ্যে গ্রেপ্তারও করেছেন পুলিশ।

পুরোনো সংখ্যা

সতর্কবাণী: এই সাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার কঠোর ভাবে নিষিদ্ধ এবং কপিরাইট আইনে দণ্ডনীয় অপরাধ।