ঝিনাইদহের ৯নং পোড়াহাটি মডেল ইউনিয়ন পরিষদে গতকাল ২৪/০৫/২০২৩ ইং তারিখে ২০২৩-২০২৪ অর্থ বছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়। উক্ত বাজেট সভায় সভাপতি হিসেবে উপস্থিত থেকে বাজেট ঘোষনা করেন বারবার জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি সুযোগ্য চেয়ারম্যান জননেতা শহিদুল ইসলাম (হিরণ)।
এ সময় উপস্থিত ছিলেন, ইউনিয়নের পরিষদের সকল ইউপি সদস্য বৃন্দ সহ এলাকার গনমান্য ব্যক্তিবর্গ ও সাধারন জনগন। সার্বিক পরিচালনা করেন ইউপি সচিব মোঃ সোহাগ হোসেন।
সাংবাদিকদের সাথে চেয়ারম্যানের কথা হলে তিনি বলেন, প্রতিবছর উন্মুক্ত বাজেট সবার মাধ্যমে আমি ইউনিয়নের বাজেট সভা ঘোষণা করে থাকি। সাধারণ জনগনই আমার শক্তি আমি তাদেরকে সাথে নিয়েই উন্নয়নের রূপকার বঙ্গবন্ধুর কন্যা ডিজিটাল বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে চাই। আমি বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে এই মাটি ও মানুষের জন্য সারাটা জীবন তাদের পাশে থেকে সততা ও ন্যায় নিষ্ঠার মাধ্যমে মানুষের কল্যাণে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্য ও প্রত্যয় নিয়ে কাজ করতে চাই।
তিনি আরও বলেন, এদেশে শেখ হাসিনার সরকার বারবার দরকার এই স্লোগানকে সামনে রেখে আমার নিরন্তর প্রচেষ্টা ও ছুটে চলা।
আপনার মতামত লিখুন :