সর্বশেষ :

আকাশের বিধ্বংসী বোলিংয়ে লক্ষ্ণৌকে বিদায় করে কোয়ালিফাইয়ারে মুম্বাই


অনলাইন ডেস্ক
প্রকাশের সময় : মে ২৫, ২০২৩ । ২:৪৩ অপরাহ্ণ
আকাশের বিধ্বংসী বোলিংয়ে লক্ষ্ণৌকে বিদায় করে কোয়ালিফাইয়ারে মুম্বাই

ডান-হাতি পেসার আকাশ মাধওয়ালের বিধ্বংসী বোলিংয়ে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসকে বিদায় করে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ষষ্ঠ শিরোপা জয়ের আশা বাঁচিয়ে  রেখেছে  রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান্স।

আইপিএলের এলিমিনেটর ম্যাচে পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাই ৮১ রানে হারিয়েছে লক্ষ্ণৌকে। এই জয়ে দ্বিতীয় কোয়ালিফাইয়ার নিশ্চিত হয়েছে  মুম্বাইর। আগামীকাল আহমেদাবাদে দ্বিতীয় কোয়ালিফাইয়ারে বর্তমান চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্সের মুখোমুখি হবে মুম্বাই। এ ম্যাচের বিজয়ী দল ফাইনালের টিকিট পাবে। ইতোমধ্যে প্রথম কোয়ালিফাইয়ারে গুজরাটকে ১৫ রানে হারিয়ে ফাইনালে নাম লিখিয়েছে চেন্নাই। আগামী ২৮ মে আহমেদাবাদে অনুষ্ঠিত হবে ফাইনাল।

গতরাতে চেন্নাইয়ের মাঠে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে  ব্যাটারদের বড় ইনিংস ছাড়াই ২০ ওভারে ৮ উইকেটে ১৮২ রানের লড়াকু পুঁজি পায় মুম্বাই। ২৩ বলে ৬টি চার ও ১টি ছক্কায় সর্বোচ্চ ৪১ রান করেন অস্ট্রেলিয়ার ক্যামেরুন গ্রিন। এছাড়া সূর্যকুমার যাদব ২০ বলে ৩৩, তিলক ভার্মা ২২ বলে ২৬ ও নেহাল ওয়াধেরা ১২ বলে ২৩ রান করেন। লক্ষ্ণৌর আফগানিস্তানী পেসাার নাভিন উল হক ৩৮ রানে ৪ উইকেট নেন।

১৮৩ রানের টার্গেটে ব্যাট  করতে নেমে আকাশের বোলিং তোপে খেই হারিয়ে  ১৬ দশমিক ৩ ওভারে ১০১ রানে অলআউট হয় লখনৌ। দলের পক্ষে অস্ট্রেলিয়ার মার্কাস স্টয়নিস ২৭ বলে সর্বোচ্চ ৪০ রান করেন। ৩ দশমিক ৩ ওভার বল করে মাত্র ৫ রানে ৫ উইকেট নেন আকাশ। ২৯ ম্যাচের টি-টোয়েন্টি ক্যারিয়ারে এই প্রথম ইনিংসে পাঁচ উইকেট নিলেন তিনি। এবারের আইপিএলে তৃতীয় বোলার হিসেবে ইনিংসে পাঁচ উইকেট শিকারী হয়ে ম্যাচ সেরাও হন আকাশ।

 

সূত্রঃ বাসস

পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
সতর্কবাণী: এই সাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার কঠোর ভাবে নিষিদ্ধ এবং কপিরাইট আইনে দণ্ডনীয় অপরাধ।