সর্বশেষ :

দুঃখ মিয়া


অনলাইন ডেস্ক
প্রকাশের সময় : মে ২৪, ২০২৩ । ১১:২৭ পূর্বাহ্ণ
দুঃখ মিয়া
গোলাপ মাহমুদ সৌরভ
সেই শিশু বালক তুমি দুঃখ মিয়া
রুটির দোকানে করেছো কাজ,
চুরুলিয়া গ্রামে জন্ম তোমার
হয়েছো তুমি বিদ্রোহী কবি আজ।
লেটো গানে যোগ দিয়েছিলে তুমি
মসজিদে দিয়েছিলে আযান,
মহান স্বাধীনতার মুক্তি যোদ্ধা তুমি
বাংলা সাহিত্যে তোমার অবদান।
তুমি বিদ্রোহী তুমি উন্নত ম-ম শির
জয়ের প্রতিধ্বনি বাংলার বীর,
কারার ঐ নির্যাতন হাসিমুখে বরণ
দুঃখের গগনে তোমার ধৈর্যের নীড়।

পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
সতর্কবাণী: এই সাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার কঠোর ভাবে নিষিদ্ধ এবং কপিরাইট আইনে দণ্ডনীয় অপরাধ।